• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > বিশ্বকাপের আগমুহূর্তে থ্রোয়ার নিয়োগ বিসিবি

বিশ্বকাপের আগমুহূর্তে থ্রোয়ার নিয়োগ বিসিবি

  • বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৪:৫৬
  • ৪২৬

ছবি : সংগৃহীত।
আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ক্রিকেটের মহাযজ্ঞ ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ১০ দলের ব্যাট-বলের লড়াইটা শুরু হবে। প্রায় দেড় মাসের এই বৈশ্বিক টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে।

এবার সবচেয়ে বড় কোচিং বহর নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে গেছে বাংলাদেশ। অবশ্য গেল মাসেই বিশ্বকাপ উপলক্ষ্যে টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেওয়া হয়েছে। এবার টাইগারদের বিশ্বকাপের ভেন্যুতে অনুশীলন সহকারী নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।

শ্রীরামের পরামর্শে নেটে অনুশীলনের জন্য নতুন করে থ্রোয়ার নিয়োগ দিচ্ছে বিসিবি। জানা গেছে প্রতিটি ভেন্যুতে দু’জন থ্রোয়ার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও তার জন্য খুব বেশি খরচ করতে হবে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটিকে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস দেশের এক গণমাধ্যমকে বলেন, ‘দৈনিক ভাতা দিলেই বাংলাদেশের অনুশীলন নেটে বল ছুড়বেন দু’জন করে থ্রোয়ার।’

মূলত ১৫ জন ক্রিকেটার, কোচিং স্টাফ, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ মিলিয়ে আইসিসির ৩০ জনের কোটা শেষ হওয়ায় দেশ থেকে নতুন করে থ্রোয়ার নেওয়া সম্ভব হয়নি। যে কারণে নতুন করে ভারতীয় থ্রোয়ার নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি ভেন্যুতেই আবার আলাদা করে থ্রোয়ার নিয়োগ হবে বলে জানান জালাল ইউনুস।

মূলত ভেন্যুভিত্তিক থ্রোয়ার নেওয়া শ্রীরামের একটা ভিন্ন কৌশল। কেননা তাদের কাছ থেকে উইকেট এবং আবহাওয়া সম্পর্কে তথ্য নিতে পারবেন তিনি। এমনকী কিউরেটরের সঙ্গেও সখ্যতা গড়ে দিতে পারবেন কেউ কেউ।

আগামী ৭ অক্টোবর ধর্মশালাতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব বাহিনী। তার আগে কাল ও পরশু হবে দলীয় অনুশীলন। ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেও দুটি সেশন রয়েছে সাকিবদের।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130833 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 07:18:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group