গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি :
সমাজসেবা অধিদপ্তরের অধীনে দিনাজপুরের হিলিতে ক্যন্সার রোগীদের মাঝে সহায়তা চেক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেলসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এসব চেক ও শিক্ষা উপকরণসহ বাইসাইকেল বিতরণ করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও শিক্ষা উপকরণ,বাইসাইকেল বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো: শিবলী সাদিক।
এসময় উপজেলা চেয়ারম্যান মো: হারুন-উর-রশিদ,এএসপি শরিফুল ইসলাম,পৌর মেয়র মো: জামিল হোসেন চলন্ত,ভাইস চেয়ারম্যান মো: শাহিনুর রেজা,উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,ওসি আবু সায়েম মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় জানান,সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৩৬ জন ক্যান্সারসহ দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত নারী-পুরুষকে ৫০ হাজার টাকার করে চেক, ১৫ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাই সাইকেল ও ৬ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।