• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > গাইবান্ধায় মোহনার ১৫৮তম আসর মুগ্ধতা ছড়ালো শ্রোতার হৃদয়ে

গাইবান্ধায় মোহনার ১৫৮তম আসর মুগ্ধতা ছড়ালো শ্রোতার হৃদয়ে

  • শনিবার, ৭ অক্টোবর ২০২৩, ১৬:১৮
  • ৪২০

---
এস,এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
শ্রবণ ইন্দ্রীয় খুঁজে পায় অপার্থিব সুখের সন্ধান। সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলা নানা আঙ্গিকের গানের উপস্থাপনায় মুগ্ধতার প্রতিচ্ছবি হয়ে ধরা দিল মোহনার সঙ্গীতাসরটি। সুর-তাল আর লয়ের খেলায় আশ্বিনের সন্ধ্যাটি যেন শ্রোতার কাছে হয়ে উঠে মোহনীয়।
গত ৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা শিল্পকলা মিলনায়তনে হলো গাইবান্ধার একমাত্র নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান মোহনার ১৫৮তম আসর। সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যান্ত সুরের ধারা বইয়ে দিয়েছেন শিল্পীরা। শিল্পী সাইফুল কবির প্রিন্স ও বর্ণমালা ইসলাম প্রজ্ঞা তাদের হৃদয় উচাটন করে গাওয়া গানে মুগ্ধতা ছড়ালো শ্রোতার হৃদয়ে। সঙ্গীতের নির্যাসে সুররসিকের অন্তরে ছড়ালো যেন ভালোলাগার অনুভব। নিজস্ব সংস্কৃতির শেকড়ের সন্ধানে গাইবান্ধার সাংস্কৃতিক সংগঠন মোহনা নিয়মিতভাবে প্রতি মাসেই আয়োজন করে এরকম সঙ্গীতাসর।
গত শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠান শুরু হয় সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে। এরপর মোহনার উপ পরিচালক শিল্পী চুনি ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে আমন্ত্রিত দুই শিল্পী গাইবান্ধার সাইফুল কবির প্রিন্স ও দিনাজপুরের বর্ণমালা ইসলাম প্রজ্ঞাকে মোহনার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মাহমুদ সাগর মহব্বতের তবলার জাদুতে সুর পায় এস.এম স্বাধীনের কী-বোর্ড, মানিক বর্মণের অক্টোপ্যাডের তাল আর তানভীর মাহাতাবের গিটারের মুর্ছনায় আসরের প্রথম নিবেদন প্রজ্ঞার কন্ঠে এখনও সারেঙ্গীটা বাজছে। প্রিন্স তার পরিবশেনা শুরু করেন চোখের নজর এমনি কইরা গানটি গেয়ে। বর্ণমালা ইসলাম প্রজ্ঞা একে একে কণ্ঠে তোলেন মনে করো যদি সব ছেড়ে হায়, এই যাদুটা যদি সত্যি হয়ে যেত,আমি তো আমার গল্প বলেছি, যদিও রজনী পোহালো তবুও দিবস কেন যে এলো না এলো না, অন্তবিহীন, কাটে না আর যেন বিরহের এই দিন।
সাইফুল কবির প্রিন্স পরিবেশন করেন নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখ না, আশা ছিলো, ভালোবাসা ছিলো, সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলন দিন যায়, কথা থাকে, আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার। এ আসরে দুই শিল্পীর প্রত্যেকে ছয়টি করে গান শুনিয়ে মিলনায়তন ভর্তি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। আসরের শেষ পরিবেশনা ছিলো দ্বৈত কন্ঠে চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা গানটি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130933 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 05:10:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group