• হোম > ক্রিকেট | খেলা > বিশ্বকাপের প্রথম ম্যাচেই কি আরও এক বার বেরিয়ে আসবে বাঁ হাতি পেসারের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা?

বিশ্বকাপের প্রথম ম্যাচেই কি আরও এক বার বেরিয়ে আসবে বাঁ হাতি পেসারের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা?

  • রবিবার, ৮ অক্টোবর ২০২৩, ১০:০০
  • ৩৫১

ছবি : সংগৃহীত।

রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই কি আরও এক বার বেরিয়ে আসবে বাঁ হাতি পেসারের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা? না কি এ বার প্রতিরোধ গড়বেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা? চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে সেটাই সব থেকে বড় প্রশ্ন। রোহিতদের সামনে কঠিন প্রশ্নের নাম মিচেল স্টার্ক। ভারতীয় ব্যাটারেরা পারবেন তো সেই প্রশ্নের উত্তর দিতে!

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতের টপ অর্ডার বার বার বাঁ হাতি পেসারদের সামনে সমস্যায় পড়েছে। ২০১৭ সালে পাকিস্তানের মহম্মদ আমির, ২০১৯ সালের বিশ্বকাপে নিউ জ়িল্যান্ডের ট্রেন্ট বোল্ট থেকে শুরু করে গত কয়েক বছরে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি কাঁপুনি ধরিয়েছেন ভারতীয় ব্যাটিংয়ে। সেই তালিকায় নাম লেখাতে চান স্টার্ক।

ভারতের ডান হাতি ব্যাটারদের যে স্টার্ক সমস্যায় ফেলেছেন তার প্রমাণ পেতে গেলে খুব বেশি অতীতে যেতে হবে না। চলতি বছর মার্চ মাসে ভারতে এক দিনের সিরিজ়ে তিন ম্যাচে ৮ উইকেট নিয়েছেন স্টার্ক। এ বারের বিশ্বকাপের আগেও ছন্দে তিনি। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হ্যাটট্রিক করে আত্মবিশ্বাস তুঙ্গে তাঁর। তাই স্টার্ককে সামলানো সহজ হবে না।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুভমন খেলবেন কি? ম্যাচের আগের দিন কী জানালেন অধিনায়ক রোহিত?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন পেসার, না তিন স্পিনার? দল কী হবে, ইঙ্গিত দিলেন ভারত অধিনায়ক রোহিত
স্টার্কের গতি রয়েছে। সহজেই ইয়র্কার করতে পারেন। গতিতে ইনসুইং করান। আবার কোনও বল আউটসুইং করে। যে বোলারের কাছে এতগুলি অস্ত্র রয়েছে সেই বোলারকে সামলানো সহজ নয়। পিচ থেকে সামান্য সাহায্য পেলে স্টার্ক কতটা ভয়ঙ্কর হতে পারেন তা তিনি আগে অনেক বার দেখিয়েছেন। রোহিতকে তিন বার, লোকেশ রাহুলকে দু’বার ও কোহলিকে এক বার আউট করেছেন স্টার্ক। সেই রেকর্ড এগিয়ে নিয়ে যেতে চাইবেন তিনি।

তবে রোহিতেরা মনে রাখবেন মার্চ মাসে চেন্নাই ম্যাচের কথা। সেই মাঠেই স্টার্কের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেছিল ভারত। ১০ ওভারে ৬৭ রান দিয়েছিলেন স্টার্ক। কোনও উইকেট পাননি। সেই ম্যাচের কথা মাথায় রেখে নামবেন ভারতীয় ব্যাটারেরা। তাঁরা জানেন, অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসারের অস্ত্র ভোঁতা করে দিতে পারলে অনেকটা চাপে পড়ে যাবেন প্যাট কামিন্সেরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130966 ,   Print Date & Time: Sunday, 13 July 2025, 12:33:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group