• হোম > ঢাকা | বাংলাদেশ > মাহমুদুন নবী পিয়ারা মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মধুখালীতে ১৬ দলীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাহমুদুন নবী পিয়ারা মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মধুখালীতে ১৬ দলীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • রবিবার, ৮ অক্টোবর ২০২৩, ১৬:১১
  • ৩৯৩

মাহমুদুন নবী পিয়ারা মিয়া স্মৃতি ফুটবল  টুর্নামেন্টে
সালেহীন সোয়াদ, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী নবী সংঘের আয়োজনে ১৬ দলীয় মাহ্মুদুন নবী পিয়ারা মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।

৭ অক্টোবর শনিবার বিকেলে ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের মাঠে রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে ১৬দলীয় ফাইনাল খেলায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল,রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম,ফরিদপুর চিনিকল উপসহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা মোঃ মুসুদুর রহমান,মোঃ উকিল মন্ডল ও মোঃ হাকিম শেখসহ প্রমুখ।

১৬ দলীয় মাহমুদুন নবী পিয়ারা মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মন্ডল ফাউন্ডেশন একাদশ-শ্রীপুর বনাম মল্লিক একাডেমী একাদশ-ব্যাসদী অংশ গ্রহন করে। খেলার প্রথমার্ধে গোল শুন্যে শেষ হয়। মাধ্যান্য বিরতীর পর মল্লিক একাডেমী একাদশের পক্ষে চঞ্চালের একমাত্র গোলে এগিয়ে যায়। কোন পক্ষই আর কোন গোল না করতে পারায় একমাত্র গোলে মল্লিক একাডেমী একাদশ চ্যাম্পিয়ন হয় । খেলার অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনাল খেলা উদ্বোধন করেন গ্রামের প্রবিন ব্যক্তিত্ব আব্দুল মোতালেব হোসেন ফকির। হাজার হাজার ফুটবল প্রেমি দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130976 ,   Print Date & Time: Tuesday, 16 September 2025, 11:45:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group