• হোম > ঢাকা | বাংলাদেশ > চরভদ্রাসন সরকারি ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান পালন

চরভদ্রাসন সরকারি ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান পালন

  • রবিবার, ৮ অক্টোবর ২০২৩, ১৯:১৩
  • ৬৪৯

---

ফরিদপুর জেলা প্রতিনিধি-

সুনাগিরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো চরভদ্রাসন সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ৩৫০ও দ্বাদশ শ্রেণির ৩০০ জন নবীন শিক্ষার্থীকে।

রবিবার (৮ অক্টোবর) এই নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

নবীন বরন অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসে ছিলেন সেজে, কেউ বা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি আনন্দ আড্ডা উল্লাসে।
শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

চরভদ্রাসন সরকারি ডিগ্রী কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রভেসর ড:নিখিল রঞ্জন বিশ্বাস।

এসময়েআরও উপস্থিত ছিলেন, প্রভাসক মোঃ কবির হোসেন, যুধিষ্ঠির বিশ্বাস, মোছা ফেরদৌস আক্তার, নয়ন তারা তৃপ্তি, তমা বালা, তৈয়াবুর রহমান ,দীপ্তি রানী পোদ্দার, সহকারী অধ্যাপক এসএম নজরুল হক, মোঃ সাইফুল ইসলাম, মিন্টু চন্দ্র রায়, ফরিদুল ইসলাম, আব্দুস ছালাম, আব্দুল কুদ্দুস, ইফফাত আরা রহমান,অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130990 ,   Print Date & Time: Friday, 9 January 2026, 08:33:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group