• হোম > নির্বাচনী সংবাদ | রাজনীতি > আজ যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপি-আওয়ামী লীগের বৈঠক

আজ যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপি-আওয়ামী লীগের বৈঠক

  • সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ০৯:২১
  • ৫০৩

ছবি : সংগৃহীত।
ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতারা।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি বেলা ১১টায় বনানীর হোটেল শেরাটনে আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করবে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা হলেন- মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

ঢাকায় মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইয়ের নীতিমালার ঘোষণা অনুযায়ী, একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে প্রতিনিধি দলটি ঢাকায় এসেছেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে ৭ অক্টোবর ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তারা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130996 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 12:17:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group