• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > সারা দেশে যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আজ

সারা দেশে যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আজ

  • সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ১০:১০
  • ৪৪২

ছবি : সংগৃহীত।
সারা দেশে সব জেলা ও মহানগরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে যুবলীগ। আজ সোমবার (৯ অক্টোবর) বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ করবে সংগঠনটি।

গতকাল রোববার যুবলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয়ভাবে মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের উদ্যোগে ঢাকার সংসদীয় আসনভিত্তিক এই শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামী ১৬ অক্টোবর বেলা ১১টায় যুবলীগ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুব সমাবেশ করবে।

এ ছাড়া ১৪ অক্টোবর দুপুর আড়াইটায় রাজধানীর কাওলার সিভিল এভিয়েশন মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে যুবলীগ অংশ নেবে।

গত শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই উপলক্ষে সুধী সমাবেশ আয়োজন করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131001 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 11:41:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group