• হোম > ঢাকা | বাংলাদেশ > মালিবাগে ফ্লাইওভার থেকে পড়ে নারীর মৃত্যু

মালিবাগে ফ্লাইওভার থেকে পড়ে নারীর মৃত্যু

  • সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ১০:৩৩
  • ৭৬৪

ছবি : সংগৃহীত।
রাজধানীর মালিবাগ ডিআইটি রোড এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৮ অক্টোবর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে তিনি নিজ থেকে লাফিয়ে পড়েছেন নাকি কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। যদিও নিহতের মায়ের দাবি, তার মেয়েকে হত্যা করা হয়েছে।

আশপাশের লোকজন জানান, উপর থেকে কিছু একটা পড়ার শব্দ শুনে দৌঁড়ে আসেন কয়েকজন। পরে মরদেহ দেখতে পান তারা। তবে এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

পরে ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম ইনভেস্টিগেশন টিম। পর্যবেক্ষণ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে।

পুলিশ বলছে, রাজধানীর একটি হোটেলে ডান্স করে উপার্জন করতেন ওই নারী। রাতে বাড়ি ফেরার পথে ফ্লাইওভারের ওপর থেকে পড়ে যান নিচে। তাই এটি হত্যা, নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131005 ,   Print Date & Time: Friday, 12 December 2025, 10:36:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group