• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > গাজায় বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করছে ইসরায়েল বিমানবাহিনী

গাজায় বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করছে ইসরায়েল বিমানবাহিনী

  • সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ১২:০৮
  • ৫৯৩

ছবি : সংগৃহীত।

অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করছে ইসরায়েলি বিমানবাহিনী। একইসঙ্গে ড্রোন ব্যবহার করেও সেখানে হামলা চালানো হচ্ছে।

সোমবার (৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত কয়েক ঘণ্টায় বোমা হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। শনিবার (৭ অক্টোবর) হামাস ইসরায়েলে হামলা চালানোর পর প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে গাজা উপত্যকায় বোমা নিক্ষেপ করা শুরু করে ইসরায়েল।

এ ব্যাপারে আল জাজিরার সাংবাদিক তারিক আবু আজম বলেন, গাজার আকাশ এখন ইসরায়েলি যুদ্ধবিমান এবং ড্রোন দিয়ে পূর্ণ। গাজা উপত্যকার কিছু শহরে, বিশেষ করে বেইত হানোনে এক ঘণ্টারও বেশি সময় ধরে অব্যাহতভাবে বোমা হামলা করা হচ্ছে।

তিনি বলেন, ইসরায়েলিদের বোমা হামলায় ঠিক কতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, স্বাস্থ্যকর্মীরা আহতদের কাছে যেতে পারছেন না। ইসরায়েল গাজায় সম্ভবত ‘স্ক্রোচড আর্থ’ কৌশল অবলম্বন করছে। এর মাধ্যমে অব্যাহত বোমা হামলা চালিয়ে নির্দিষ্ট স্থানের সবকিছু ধসিয়ে দেওয়া হয়। স্থল হামলার রাস্তা পরিষ্কার করতে ইসরায়েল এ কৌশল অবলম্বন করছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় হামাসও ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131014 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 12:50:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group