• হোম > বাংলাদেশ | রংপুর > রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

  • সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ১৬:১১
  • ৩৮৮

---
হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সোমবার(৯অক্টোবর)দুপুরে পরিষদ হলরুমে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী,ওসি গুলফামুল ইসলাম মন্ডল, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।

আরো বক্তব্য রাখেন, প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানৃন্দ, ধর্মগড় বিজিপি কেম্পের প্রতিনিধি জহিরুল ইসলাম, কোচল কেম্পের প্রতিনিধি আবুল কালাম আজাদ,আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কাশেম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম ইকবাল,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সড়কে অবৈধ ট্রলি বন্ধ, সিএনজি ও গাড়ির গতি নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে, চুরি, ইভটিজিং,সন্ত্রাস এবং আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131026 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 09:18:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group