• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

  • সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ১৭:০৮
  • ৭৬৪

ছবি : সংগৃহীত।
এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন। শ্রম বাজারে নারীর অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য এই সম্মাননা পেলেন তিনি। সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার পর স্টকহোম থেকে অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে ক্লডিয়ার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

নারীর আয় কীভাবে অর্থনীতিতে অবদান রাখে প্রথমবারের মতো বিশদভাবে তা গবেষণায় তুলে ধরেন এই অধ্যাপক। নারী-পুরুষের আয়ে যে পার্থক্য তা গবেষণায় গুরুত্ব পায়। তার গবেষণায় উঠে আসে, আন্তর্জাতিক শ্রমবাজারে নারীরা আয় বৈষম্যের শিকার। তারা পুরুষের চেয়ে কম পারিশ্রমিক পান। তিনি এ বিষয়ে দুই শত বছরের তথ্য সংগ্রহ করেন এবং কীভাবে নারী-পুরুষের আয়ে এই বৈষম্য দূর করা যায় তা তুলে ধরেন।

অন্য বিষয়গুলোতে ১৯০১ সাল থেকে নোবেল দেয়া হলেও অর্থনীতিতে এই পুরস্কার দেয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।চলতি বছর ৫৫তম পুরস্কারটি অর্জন করলেন এই অধ্যাপক। এ বছর ২ অক্টোবর (সোমবার) থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হয়েছে নোবেল বিজয়ীদের নাম। ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে, ৩ অক্টোবর পদার্থে, ৪ অক্টোবর রসায়নে, ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। দুদিন বিরতি দিয়ে আজ (৯ অক্টোবর) ঘোষণা করা হয়েছে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131031 ,   Print Date & Time: Thursday, 3 July 2025, 01:03:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group