• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > গাইবান্ধায় ট্রাক্ট চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধায় ট্রাক্ট চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ১৭:৪১
  • ৪৯৮

ছবি : সংগৃহীত।
এস,এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক্ট চাপায় আব্দুল মান্নান (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ-পাঁচবিবি আঞ্চলিক সড়কে উপজেলার রাজাবিরাট বাজার এলাকার সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাতলাল গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি গোবিন্দগঞ্জে জাকস নামে একটি এনজিওতে চাকরি করতেন।

এলাকাবাসী বলেন, বালু বোঝাই একটি ট্রাক্টর রাজাবিরাট সড়কে ঘটনাস্থলে পৌঁছালে একই দিকে যাওয়া মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলেমোটরসাইকেল আরহী আব্দুল মান্নান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আলম শাহ ঘটনার নিশ্চিত করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131037 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 01:36:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group