• হোম > জাতীয় | বিশেষ নিউজ > বিএনপি নেতা এ্যানী আটক

বিএনপি নেতা এ্যানী আটক

  • বুধবার, ১১ অক্টোবর ২০২৩, ০৯:২৬
  • ৫৩৩

ছবি : সংগৃহীত।
বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে তার ধানমন্ডির বাসা ঘিরে ফেলে পুলিশ। পরে তাকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন জানান, গভীর রাতে ধানমন্ডির বাসার দরজা ভেঙে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ধানমন্ডি থানায় নিয়ে গেছে পুলিশ।

এরপর রাতেই ধানমন্ডি থানায় যান বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জহির উদ্দিন স্বপন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সব মামলায় জামিনে আছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তাকে কেন আটক করা হয়েছে, এটা স্পষ্ট না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131117 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 03:39:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group