• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > ইংল্যান্ডের ম্যাচে বোলিং নিয়ে সন্তুষ্ট নয়- হাথুরু

ইংল্যান্ডের ম্যাচে বোলিং নিয়ে সন্তুষ্ট নয়- হাথুরু

  • বুধবার, ১১ অক্টোবর ২০২৩, ০৯:৩৫
  • ৪১৭

ছবি : সংগৃহীত।
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ পর্ব শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ইংল্যান্ডের দেয়া ৩৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬ রানেই প্রথম তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে শান্ত-তামিমরা। টপ অর্ডারের এমন ব্যর্থতা নিয়ে কথা বলেছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বোলারদের সমালোচনা করে হাথুরুসিংহে বলেন, ‘পরিকল্পনা ছিল স্টাম্প লাইনে বল করা। অফ স্টাম্পের বাইরের লাইনে বোলিং করা নয়, বিশেষ করে প্রথম ১০ ওভারে। পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় আমরা পিছিয়ে পড়েছি। আমি এই ম্যাচের বোলিং নিয়ে সন্তুষ্ট নয়। আমরা আরও স্টাম্পে বল করতে পারতাম।
’
টস জিতে প্রথমে বল করাটা ভুল সিদ্ধান্ত ছিল কি না এমন প্রশ্নের জবাবে টাইগারদের প্রধান কোচ বলেন, ‘আমার মনে হয় না আগে বোলিং নিয়ে আমরা ভুল করেছি। কারণ উইকেটে কিছু ছিল, বিশেষত খেলা শুরু হয়েছে সাড়ে দশটায়। আমরা আগের দিনও একই কাজ করেছি। উইকেটেও কিছু ছিল। কিন্তু আমরা সঠিক জায়গায় বল করতে ব্যর্থ হয়েছি।’

টাইগারদের প্রধান কোচ বলেন, ‘বিশ্বকাপে তামিম মাত্র দুইটা ম্যাচ খেলেছে। সে কিন্তু প্রস্তুতি ম্যাচগুলোতে রান পেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে একটু সময় লাগে। যদি আপনি কাউকে দুই ইনিংস দেখেই সিদ্ধান্ত নেন তাহলে মালান আজকে এখানে খেলতো না। ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থ হলেও তরুণ এই ওপেনারের ওপর আস্থা রাখছেন হাথুরুসিংহে। তিনি জানান, তামিম থেকে ভালো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131119 ,   Print Date & Time: Thursday, 1 January 2026, 04:39:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group