• হোম > বিনোদন > ‘খুফিয়া’ ছবিতে সমকামী চরিত্রে সমালোচিত বাঁধন

‘খুফিয়া’ ছবিতে সমকামী চরিত্রে সমালোচিত বাঁধন

  • বুধবার, ১১ অক্টোবর ২০২৩, ১১:৩২
  • ১২০৯

‘খুফিয়া’র দৃশ্যে বাঁধন। ছবি : সংগৃহীত।

প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন বলিউডেও। গত ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত ‘খুফিয়া’। মুক্তির পরই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন সিনেমাটি। এটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ।

মুক্তির পর বাঁধনের ‘খুফিয়া’ দেখে দুই দেশের শোবিজে ভূয়সী প্রশংসা পাচ্ছেন তিনি। তার অভিনয়ে যেমন প্রশংসা পেয়েছেন, ঠিক তেমনি কিছু কারণে বেশ সমালোচিতও হয়েছে। ছবিটির কাহিনি এগিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক অফিসারকে ঘিরে, যে ভূমিকায় অভিনয় করেছেন টাবু। বাংলাদেশে অপারেশনে এসে তার পরিচয় ঘটে হিনা রহমানের সঙ্গে। আর এই চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

তিনি আরও বলেন, ‘বিশাল ভরদ্বাজ আমাকে আগেই বলেছিলেন, এই সিনেমায় সমকামিতার বিষয় রয়েছে। এতে কোনো সমস্যা হবে কিনা সেটিও জানতে চেয়েছিলেন। কিন্তু আমার কাছে বলিউডে অভিনয়, বিশাল ও টাবুর সঙ্গে কাজ করার সুযোগটাই বড় মনে হয়েছে।’ খবর দ্য প্রিন্ট ডটইনের।

অভিনেত্রী বলেন, ‘আমার বয়স এখন চল্লিশ। ৩৫ বছর বয়সে আমি নতুন করে জীবন শুরু করেছি। এর আগে এক বাঁধন ছিল, এরপরে একজন বাঁধন আছে। আগে পরিবার, বন্ধু, সমাজের জন্য বাঁধন বেঁচেছে। এখন বাঁচে নিজের জন্য। তার কোনো শিকল নেই।’

উল্লেখ্য, গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি মেয়ে হিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টাবু, আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131128 ,   Print Date & Time: Sunday, 26 October 2025, 09:44:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group