• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > রাঙাবালী তে নেই ফায়ার সার্ভিস ! নিজেদের প্রচেষ্টা ই শেষ ভরসা?

রাঙাবালী তে নেই ফায়ার সার্ভিস ! নিজেদের প্রচেষ্টা ই শেষ ভরসা?

  • বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩, ১০:২২
  • ৫৭৭

ছবি : সংগৃহীত।
মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালী ,পটুয়াখালী :
২০১১ সালে ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় (প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষনার মাধ্যমে) রাঙ্গাবালী উপজেলা । কিন্তু প্রতিষ্ঠার ১৩ বছর পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিস স্টেশন না পেয়ে চরম বিপাকে রয়েছেন উপজেলার মানুষ । জনস্বার্থে বিভিন্ন অফিস স্থাপিত হলেও এখন পর্যন্ত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি। যার কারনে ফায়ার সার্ভিস ইউনিটের সেবা থেকে বঞ্চিত রয়েছেন উপজেলাবাসী । যে কারনে উপজেলার মধ্যে কোনো জায়গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তা সহজেই নিয়ন্ত্রনে আনা সম্ভব হয় না। এ উপজেলায় ৬ টি ইউনিয়নের রয়েছে প্রায় ৩০ টির মতো হাট- বাজার। ১০০ টির ও বেশি সরকারী – বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া উপজেলা পরিষদ ,ব্যাংক বিমা, আবাসিক এলাকা সহ গুরুত্বপূর্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। উপজেলার হাটবাজারে রয়েছে কেরোসিন, পেট্রোল, ও গ্যাস এর মজুদাগার ও বিক্রয় কেন্দ্র।

২০১৮ সালের ফেব্রুয়ারীতে উপজেলার সদর বাহেরচর বাজারে এক ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। ফায়ার ষ্টেশন না থাকার কারনে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি । যে কারনে উপজেলার প্রান কেন্দ্র বাহেরচর বাজারের ৮ টি মার্কেটের প্রায় ৩৪ টি দোকান ভষ্মীভূত হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছিল। ব্যবসায়ীদের মধ্যে অনেকেই সর্বস্বহারা হয়েছিলেন। উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছরের মধ্যে উপজেলার বিভিন্ন বাজারে ৫-৭ বার বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তারপর থেকে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন উপজেলাবাসী। কিন্তু কোনো কাজ হয়নি। এখনও উপজেলাবাসীর দাবি জরুরি ভিত্তিতে আধুনিক মানের একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের।
এ বিষয়ে মাননীয় এমপি সাহেবে,উপজেলা নির্বাহী কর্মকর্তা ,উপজেলা চেয়ারম্যান সহ এ উপজেলায় একটি ফায়ার সার্ভিস জনস্বার্থে স্থাপন করা হোক।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131181 ,   Print Date & Time: Wednesday, 2 July 2025, 02:06:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group