• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > গাজায় স্থল অভিযান শুরু ইসরায়েলের

গাজায় স্থল অভিযান শুরু ইসরায়েলের

  • শনিবার, ১৪ অক্টোবর ২০২৩, ০৯:১৪
  • ৮৭৫

ছবি : সংগৃহীত।

ফিলিস্তিনের গাজায় ইতোমধ্যে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।

শুক্রবার (১৩ অক্টোবর) ইসরাইলের সেনাবাহিনী এ তথ্য জানায়।

সেনাবাহিনী জানায়, আগামী দিনগুলোতে তারা গাজা শহরে উল্লেখযোগ্য অভিযান চালাবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বেসামরিক নাগরিকরা ফিরে যেতে পারবেন না।

ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ফিলিস্তিনি রকেট ক্রুদের ওপর হামলা চালাতে এবং হামাসের হাতে জিম্মিদের অবস্থানের তথ্য জানতে সেনারা ট্যাঙ্কের সাহায্যে অভিযান চালিয়েছে।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, হামাসকে নির্মূল করতে গাজায় টানা এক সপ্তাহ ধরে ভারী বোমাবর্ষণ করে ইসরায়েল। এরপর এই প্রথম স্থল অভিযান শুরু হয়।

এর আগে, সকালে ২৪ ঘণ্টার মধ্যে গাজা শহর থেকে সব বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইল। তবে, বাসিন্দারা বাড়ি-ঘর ছেড়ে যেতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে হামাস জানায়, তারা শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যাবে। হামাসের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক ব্যুরোর প্রধান বাসেম নাইম বলেন, আমাদের কাছে দুটি বিকল্প আছে। হয় এই দখলদারিত্বকে পরাস্ত করব, নতুবা বাড়িতেই প্রাণ দেব। আমরা গাজা ছেড়ে কোথাও যাচ্ছি না।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এই হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৩০০ জন। এ ঘটনায় ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করেছে হামাস। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ইতোমধ্যে গাজায় এক হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫০০ শিশু ও ২৭৬ জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ হাজার ৬১২ জন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131219 ,   Print Date & Time: Sunday, 18 January 2026, 04:15:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group