• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > চাপে থাকবে ভারতই, হঁশিয়ারি পাক বোলারের

চাপে থাকবে ভারতই, হঁশিয়ারি পাক বোলারের

  • শনিবার, ১৪ অক্টোবর ২০২৩, ১০:২১
  • ৪১৩

ছবি : সংগৃহীত।
মাঠে বল পড়ার আগেই শুরু হয়ে গিয়েছে চাপ-পাল্টা চাপের লড়াই। ভারতীয় দলকে চাপে রাখার চেষ্টা শুরু করে দিয়েছে পাকিস্তান শিবির। ম্যাচের আগের দিন হুঁশিয়ারি দিয়েছেন পাক জোরে বোলার।

তর সইছে না পাকিস্তানের ক্রিকেটারদের। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন বাবর আজ়মেরা। এক দিনের বিশ্বকাপের লড়াইয়ে ভারতের বিরুদ্ধে এক বারও জিততে না পারাই তাঁদের আরও জয়ের জন্য মরিয়া করছে। তবে দলের উপর চাপ রয়েছে, মানছেন না পাক ক্রিকেটারেরা। হুঁশিয়ারি দিয়ে হাসান আলির দাবি, চাপে থাকবে ভারত-ই।

বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছেন হাসান। ভারতের বিরুদ্ধে ম্যাচ বলে বাড়তি চাপে ভুগছেন না তিনি। তাঁর দাবি, ঘরের মাঠে জেতার চাপ থাকবে ভারতের উপরেই। এক সাক্ষাৎকারে হাসান বলেছেন, ‘‘ক্রীড়া বিশ্বে এটাই সেরা প্রতিদ্বন্দ্বিতা। অনেকেই এই ম্যাচটা নিয়ে কথা বলছেন। সারা বিশ্ব এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে। আমাদের দলের সবাইও এই ম্যাচটা নিয়ে উত্তেজিত। এমন একটা মাঠে আমরা খেলব, যেখানে এক লক্ষের বেশি মানুষ খেলা দেখতে পারেন। এই ম্যাচটার দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি।’’

এক দিনের বিশ্বকাপ তীব্র উত্তেজনার এই ম্যাচ বার বার হতাশ করেছে পাকিস্তানকে। সে জন্যও বাড়তি চাপ অনুভব করছেন না হাসান। ০-৭ ব্যবধানে পিছিয়ে থাকা নিয়ে বলেছেন, ‘‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। আমরাও এই ধারনাটা ভাঙার জন্য প্রস্তুত। এক দিনের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান জিততে পারে না, এই ধারনাটা বদলাতে হবে। আমাদের সামনে ভাল সুযোগ আছে। কারণ শনিবার চাপে থাকবে ভারতীয় দলই। কারণ ওদের ঘরের মাঠে খেলতে হবে। মাঠের সমর্থকদের প্রত্যাশাও থাকবে ওদের ঘিরে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131237 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 04:16:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group