• হোম > বিএনপি | বিশেষ নিউজ | রাজনীতি > খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নয়াপল্টনে বিএনপির অনশন

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নয়াপল্টনে বিএনপির অনশন

  • শনিবার, ১৪ অক্টোবর ২০২৩, ১২:৪০
  • ৩৫৬

বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে শনিবার অনশনে দলটির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনশন শুরু হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আজ শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় এ অনশন শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে আরও অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতাকর্মীরা।

এছাড়া সারা দেশে একই দাবিতে বিএনপি এ অনশন কর্মসূচি পালন করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, তিন ঘণ্টা এ কর্মসূচি পালন করবে দলটি। দুপুর ১টায় এ কর্মসূচি শেষ হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দুই মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131243 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 04:12:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group