• হোম > ঢাকা | নির্বাচনী সংবাদ | বাংলাদেশ | বিশেষ নিউজ > নির্বাচনে কোন দল এলো না এলো সেটি বিষয় না : নির্বাচন কমিশনার

নির্বাচনে কোন দল এলো না এলো সেটি বিষয় না : নির্বাচন কমিশনার

  • শনিবার, ১৪ অক্টোবর ২০২৩, ১৩:০৫
  • ৪৭০

ছবি : সংগৃহীত।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে কোন দল এলো না এলো, সেটি বিষয় না। জনগণের কাছে গ্রহণযোগ্য হলেই নির্বাচন সফল হবে।

শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, জনগণকে দেখতে হবে যে, নির্বাচনে ফেয়ারনেস ছিল কিনা। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন কি না এবং ভোট দিতে পেরেছেন কি না, এটুকু যদি আমরা সবাই দেখাতে পারি, কে এলো কে এলো না, জনগণ যদি আসে, ভোটাররা যদি আসে, ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে আমি যদি আপেক্ষিক অর্থে বলি নির্বাচনে একটা বড় সফলতা অর্জন হয়ে যাবে।

তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে এসেছে। এতে কোনো সন্দেহ নেই। নির্বাচন আয়োজন কঠিন কর্মযজ্ঞ, সহজ নয়। চাইলাম আর হয়ে গেল এমন নয়। নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এর অর্থ নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হতে হবে। কমিশনে যারা আছেন (জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য) সিইসি হিসেবে তাদের কাছে আমার অনুরোধ, জনগণের কাছে নির্বাচনটা যেন গ্রহণযোগ্য হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে এই চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই আমরা এক হাজার ২০০ নির্বাচন করেছি। প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেভাবে সহযোগিতা পেয়েছি, তাতে আমরা সত্যিই কৃতজ্ঞ। পেশাদারিত্বের সঙ্গে আপনারা দায়িত্ব পালন করেছেন। আমাদের দৃঢ় প্রত্যাশা থাকবে আসন্ন জাতীয় নির্বাচনেও আপনারা রাষ্ট্রের ও সরকারের কর্মচারী হিসেবে দলীয় চিন্তাভাবনার ঊর্ধ্বে থেকে পক্ষপাতহীন দৃষ্টভঙ্গি নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে সমর্থ হবেন।

সিইসি বলেন, আপনাদের সহায়তায় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষিত হবে। কোনো অঘটন ঘটবে না, সহিংসতা হবে না। শান্তিপূর্ণ নির্বাচন হবে আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131248 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 08:17:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group