• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > ঠাকুরগাঁওয়ে নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা

ঠাকুরগাঁওয়ে নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা

  • শনিবার, ১৪ অক্টোবর ২০২৩, ১৬:৩৫
  • ৪১১

---
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও: ভুল তথ্য-মিথ্যা তথ্য, ছবি, ভিডিও এবং তথ্য যাচাই প্রক্রিয়াসহ নানা বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দিনব্যাপি নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে শনিবার ১৪ অক্টোবর সকালে জেলা শহরে বেসরকারি সংস্থা ইএসডিও’র কার্যালয় কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। এতে
কর্মশালার পরিকল্পনা ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন চ্যানেল আই টিভির জেলা করেসপন্ডেন্ট ও কর্মশালার সমন্বয়ক এটিএম শামসুজ্জোহা। এ সময় উপস্থিত ছিলেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড.শহিদ উদ-জামান, ঠাকুরগাও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ৭১ টিভির জেলা প্রতিনিধি এ্যাড: আবু তোরাব মানিক।

কর্মশালায় ফ্যাক্ট চেকিং এর উদ্দেশ্য ও পরিকল্পনা, ভুল তথ্য, কুতথ্য, অপতথ্য, প্রোপাগান্ডা, সূত্রের সত্যতা যাচাই, ফেসবুকে অনুসন্ধান, ভুয়া ওয়েবসাইট যাচাই,টেক্সট ও তথ্য যাচাই ইত্যাদি বিষয়ের উপর সাংবাদিকের ধারনা দেওয়া হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131260 ,   Print Date & Time: Friday, 19 September 2025, 01:00:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group