• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > পরপর উইকেট হারিয়ে দিশেহারা পাকিস্তান

পরপর উইকেট হারিয়ে দিশেহারা পাকিস্তান

  • শনিবার, ১৪ অক্টোবর ২০২৩, ১৭:২৬
  • ৪৮৪

ছবি : সংগৃহীত।

ভারতের বিপক্ষে টোস হেরে ব্যাট করতে নেমে ধুঁকছে পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ৩৬ ওভারের ৭ উইকেট ১৭২ রানপাকিস্তান।

অষ্টম ওভারের শেষ বলে আবদুল্লাহ শফিককে ২০ রানে ফেরান মোহাম্মদ সিরাজ। এরপর ১৩তম ওভারের তৃতীয় বলে ইমাম উল ফিরে যান ৩৬ রান করে হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ দিয়ে।

দুই ওপেনারের বিদায়ের পর বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আগের দুই ম্যাচে রান না পাওয়া বাবর এই ম্যাচে করেছেন ফিফটি।

তবে এর বেশি বড় করতে পারেননি ইনিংস। ৫৮ বলে ৫০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে। এরমধ্য দিয়ে দুজনের জুটি ভাঙে ৮২ রানের মাথায়। এরপর সৌদ শাকিলকে ৬ রানে ফেরান কুলদীপ যাদব।

শাকিলের ফেরার পর ইফতিখার আহমেদ ব্যাট করতে নেমে বাউন্ডারিতে শুরু করেন ইনিংস। তাকেও ফিরতে হয় ৪ রান করে যাদবের বলে বোল্ড হয়ে। পরের ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে (৪৯) বোল্ড করে ফিরিয়েছেন জসপ্রিত বুমরাহ। দলীয় ১৬৮ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131264 ,   Print Date & Time: Wednesday, 15 October 2025, 06:18:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group