• হোম > জাতীয় | বিশেষ নিউজ > খালেদা অসুস্থ কিন্তু তার ছেলে কোথায়: প্রধানমন্ত্রী

খালেদা অসুস্থ কিন্তু তার ছেলে কোথায়: প্রধানমন্ত্রী

  • শনিবার, ১৪ অক্টোবর ২০২৩, ১৭:৩৯
  • ৬১৭

ছবি : সংগৃহীত।

প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, খালেদা অসুস্থ কিন্তু তার ছেলে কোথায়। মাকে দেখতে আসে না কেনো? আপনারা বিদেশে নিবেন চিকিৎসার জন্য। কিন্তু নেবেটা কে? ছেলেকে তো এসে নিতে হবে। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া পাকিস্তানের ধারাবাহিকতা নিয়ে চলতে চেয়েছিল। জাতির পিতার হত্যাকারীকে ভোট চুরি করে পার্লামেন্টে বসিয়েছিল। আর আল বদর, রাজাকার, যুদ্ধাপরাধী, যারা এ দেশে গণহত্যা চালিয়েছে, মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানের হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছে, তাদের ক্ষমতায় বসিয়েছিল। জিয়াও বসিয়েছিল, এরশাদও, খালেদা জিয়াও। কাজেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এদের কোনো অবদান নেই।

শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহ


ত থাকলে একটা দেশের যে উন্নতি হয়, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা ক্ষমতা থাকলে যে দেশের জন্য উন্নতি হয়, আজ আমরা সেটা প্রমাণ করেছি। মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির কোনো অবদান নেই।তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের সেবা করে। এ ঢাকাকে আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি একমাত্র মানুষের সেবার জন্য। যাতে করে মানুষের সেবা পেতে সুবিধা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131266 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 01:36:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group