• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষে দুইজন আহত

যবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষে দুইজন আহত

  • রবিবার, ১৫ অক্টোবর ২০২৩, ০৯:১৭
  • ৪৭৪

---

ইয়ানূর রহমান যশোর প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতা সহ দু’জনকে পিটিয়ে জখম করেছে একই গ্রুপের নেতাকর্মীরা। আহত দু’জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এই মারপিটের ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আল মামুন শিমন ও কর্মী আশরাফুল আলম। এরা দু’জনই যশোর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ গ্রুপের।

আহতরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি সোহেল রানাও এমপি নাবিল গ্রুপের। বেশ কিছুদিন ধরে এই গ্রুপের নিজেদের মধ্যে বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মাঠে আন্তঃবিভাগ ফুটবল খেলা চলাকালীন সময়ে সভাপতি সোহেল রানার অনুসারী হৃদয়, রানা, বেলাল, রকি, রাকিব, লিমন, লাবিব, মুসফিক, শোয়েব, রাব্বি, মোহাম্মদ রাফি, মেহেদীসহ ৪০ জনের মতো নেতাকর্মী তাদের ওপর হামলা করে। ওইসময় সোহেল রানাও সেখানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আহতরা। তারা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131280 ,   Print Date & Time: Wednesday, 16 July 2025, 10:35:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group