• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ফরিদপুরে ডেঙ্গুতে আরও তিন নারীর মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে আরও তিন নারীর মৃত্যু

  • সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, ০৯:০৪
  • ৫৩৮

---
নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় আরও তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৫ জনে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৭৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮০ জন।
মারা যাওয়া তিন নারী হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার বনগ্রাম এলাকার জাফর মুন্সির স্ত্রী হাসিনা বেগম (৫০), জেলার মধুখালী উপজেলার চরবাগাট গ্রামের মো. আরশাদের স্ত্রী হালিমা বেগম (৬০) ও ফরিদপুর শহরের খাবাসপুর এর বাসিন্দা নাওবাহার (৬০)।

রোববার (১৫ অক্টোবর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে হালিমা বেগম ও হাসিনা বেগম নামের দুই নারী ও ফরিদপুরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক নারী মারা যান।

এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৭৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮০ জন।

সিভিল সার্জন আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৮৫ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪৯২ জন। এর মধ্যে ১৫ হাজার ৫২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131326 ,   Print Date & Time: Tuesday, 16 September 2025, 09:27:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group