• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > হিলিতে ৮ মাদকসেবীকে এক মাসের কারাদন্ড

হিলিতে ৮ মাদকসেবীকে এক মাসের কারাদন্ড

  • সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, ১৭:২১
  • ৬০২

---

হিলি প্রতিনিধি :
দিনাজপুরের হিলিতে ৮ মাদকসেবীকে প্রত্যকে এক মাস করে কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে উপজেলার চুড়িপট্টি এলাকায় থেকে তাদের আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লায়লা ইয়াসমিন এ দন্ড প্রদান করেন।
এসময় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া ও তদন্ত ওসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বের পুলিশের একটি টিম।

আটককৃত আসামীরা হলেন,পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুরের শিপন মন্ডল (৩৮), আনারুল মন্ডল (৪০), মোহাম্মদ আলম (৩৭), মাঠপাড়া এলাকার বিপ্লব হোসেন (২৭), দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার আব্দুল করিম খান (৪৮), রংপুরের বদরগঞ্জ থানার আজিজুর রহমান (৪২),নীলফামারী জেলার সৈয়দপুর থানার শহিদুল ইসলাম (২৮) এবং পার্শ্ববর্তী জয়পুরহাট সদর থানা এলাকার আবুল হোসেন (৪৬)।

হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন জানান,সোমবার দুপুরে উপজেলার চুড়িপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৮ মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যহৃত থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131364 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 02:56:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group