• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, ১৭:৩০
  • ১৩২৪

---

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত জীবন গড়ি,জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন” শ্লোগানে শিক্ষাঙ্গনে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৬ অক্টোবর)

বেলা ১১টায় নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের হলরুমে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে নড়াইল জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, ভিক্টোরিয়া কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর খান সাহাবুদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ মাসুদুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদশক মোঃ আব্দুস সালাম,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক স্বপ্নিল সিকদার নীল,সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু প্রমূখ।

বক্তারা বলেন, সামাজিক ব্যাধি মাদক নড়াইলের শিক্ষাঙ্গনে বা সমাজে বিস্তার না করতে পারে সেজন্য সকলের সামাজিক আন্দোলনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে।
অন্ষ্ঠুান শেষে ছাত্র-ছাত্রীদেরকে মাদকবিরোধী লিফলেট ও খাতা বিতরণ করা হয়। মাদককবিরোধী শপথ বাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131368 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 05:45:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group