• হোম > বাংলাদেশ | ব্যবসা বাণিজ্য | রংপুর > রাণীশংকৈলে গভীর রাতে ধাওয়া করে দুই চোরকে ধরলেন এএসপি সার্কেল

রাণীশংকৈলে গভীর রাতে ধাওয়া করে দুই চোরকে ধরলেন এএসপি সার্কেল

  • সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, ১৮:২০
  • ১১২০

---
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাদ্দাম হোসেন(২৭)ও সাইরুল ইসলাম (৩৮) নামে দুই চোরকে ধাওয়া করে গ্রেপ্তার করেন এএসপি সার্কেল মোহা: রেজাউল হক। পৌরশহরের ঘুঘুডারা নামকস্থান থেকে তাদের আটক করা হয়। সাদ্দাম উপজেলার বাঁশনাহার গ্রামের শাহ আলমের ছেলে এবং সাইরুল নেকমরদ ভকরগাঁও গ্রামের সাহাজাতের ছেলে। এরা দু’জন সক্রিয় চোর বলে পুলিশ জানায়।থানা সূত্রে জানা গেছে,গত ১৪ অক্টোবর শনিবার রাত সাড়ে তিন টায় পৌরশহরের শান্তিপুর এলাকায় একটি দোকানের টিন কেটে চুরি করার সময় পাশের দকানের মালিক হালিম টের পায়, ইতোমধ্যে পূজা মন্ডপে টহলরত এএসপি সার্কেলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে চোরেরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এএসপি সার্কেল তাদের ধাওয়া করে তার গাড়ি চালককে সাথে নিয়ে ঘুঘুডারা নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

একদিন জিজ্ঞাবাসের পর সোমবার ১৬ অক্টোবর সকালে তাদের জেলা আদালতে পাঠানো হয়। জিজ্ঞাবাদে চোরেরা কিছু দিন আগে পৌর শহরের আবাদ তাকিয়া মাদ্রাসা মৌড়ে দুটি দোকানে চুরির ঘটনার কথা স্বীকার করেন। এছাড়াও ঘটনার দিন রাতে হরিপুর উপজেলার ঠাকিঠুকি মৌড় এলাকায় একটি স্বর্ণের দোকানে থেকে কিছু রুপা, টাকা ও সোনা ভেবে বেশ কিছু এমিটেসনের অলংকার চুরির কথাও স্বীকার করেন।

রাণীশংকৈল থানার এএসপি সার্কেল মোহা: রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরা দুজন সক্রিয় চোর। চুরির ঘটনায় দুই চোরের বিরুদ্ধ প্যানেল কোর্টের ৪১১ ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131372 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 07:52:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group