• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > বিএনপির সমাবেশ রাজধানীতে তীব্র যানজট

বিএনপির সমাবেশ রাজধানীতে তীব্র যানজট

  • সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, ১৮:২৭
  • ৪২৫

ছবি : সংগৃহীত।

রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। এ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিকেল গড়ালেও যানজট কমার কোনো লক্ষণ নেই। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সোমবার (১৬ অক্টোবর) পল্টন, মতিঝিল, সেগুনবাগিচা গুলিস্তান ও শান্তিনগর এলাকায় যানজটের এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, মতিঝিল ও পল্টন এলাকায় যানচলাচল প্রায় বন্ধ রয়েছে। ফকিরাপুল ও দৈনিক বাংলা মোড় এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। আর গুলিস্তান হয়ে নাইটিঙ্গেল মোড় থেকে শান্তিনগর পর্যন্ত লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। এসব রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে রয়েছে।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমতিয়াজ বলেন, পল্টনে বিএনপির রাজনৈতিক কর্মসূচির কারণে দুপুর একটা থেকে মতিঝিল, পল্টন, দৈনিক বাংলা এবং ফকিরাপুলে যান চলাচল ব্যহত হয়েছে। গাড়ি কোনো দিকেই চলতে পারছে না। পল্টনে রাস্তা ফ্রি না হওয়া পর্যন্ত এই যানজট থাকবে বলেও জানান তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131374 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 06:28:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group