• হোম > জাতীয় | বিশেষ নিউজ > নবনির্মিত জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নবনির্মিত জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩, ১২:০৬
  • ৫০৯

ছবি : সংগৃহীত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডিতে নবনির্মিত ‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে জয়িতা টাওয়ারের ফলক উন্মোচনের পাশাপাশি টাওয়ারের জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেটপ্লেস উদ্বোধন করেন। এসময় বঙ্গবন্ধুর ছোট কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা সেখানে উপস্থিত ছিলেন।

সকাল ১০টার কিছু পরেই প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে, তাকে স্বাগত জানানো হয়। ফলক উম্মোচন শেষে, জয়িতা টাওয়ার ঘুরে দেখেন তিনি।

উদ্বোধন পর্ব শেষে গণভবন কমপ্লেক্সে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জয়িতা টাওয়ারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেহের আফরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।

দেশের নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের আওতায় নানামুখী ব্যবসা উদ্যোগে সম্পৃক্ত করতে, অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধাসহ জয়িতা টাওয়ার নির্মাণ করা হয়েছে। এই টাওয়ারে ইউনিভার্সিটি অ্যাক্সেসিবিলিটিসহ দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত করা বিভিন্ন ধরনের পণ্য সাপ্লাই চেন ও সেবা বিপণনের সুবিধা থাকবে।

প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ২০১১ সালের ১৬ নভেম্বর জয়িতা ফাউন্ডেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তিনি ২০২১ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর (পুরাতন) রোডে এক বিঘা জমির ওপর ১৬৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১২তলা বিশিষ্ট জয়িতা টাওয়ার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রতীকী মূল্যে জয়িতা টাওয়ারের জন্য এক বিঘা জমি বরাদ্দ দিয়েছিলো সরকার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131383 ,   Print Date & Time: Tuesday, 15 July 2025, 12:48:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group