• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ | বিশেষ নিউজ > ব্রাহ্মণবাড়িয়ায় মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যা

  • মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩, ১৪:১৫
  • ৭২৫

ছবি : সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে মাসহ দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওই বাড়ির মালিক শাহ আলম সৌদি আরবে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করতেন। সকালে গৃহপরিচারিকা এসে দেখেন বাড়ির গেট লাগানো। অনেক ডাকাডাকি করলেও কেউ গেট খুলছিলেন না। পরে আশপাশের লোকজন এসে গেট খুলে ভেতরে ঢোকেন। এ সময় ঘরের মধ্যে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।

অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131395 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 01:22:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group