• হোম > বাংলাদেশ | রংপুর > অযোগ্য প্রার্থীকে নির্বাচিত করলে উন্নয়ন হবেনা- এমপি হাফিজ

অযোগ্য প্রার্থীকে নির্বাচিত করলে উন্নয়ন হবেনা- এমপি হাফিজ

  • মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩, ২০:৪৫
  • ৪৩৮

---

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
অযোগ্য প্রার্থীকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবেনা- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে ৪ টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ বলেন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনারা কোন ভয় পাবেন না, ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন।

আপনাদের ভোটে যেন কোন অযোগ্য প্রার্থী নির্বাচিত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। অযোগ্য প্রার্থীকে নির্বাচিত করলে গত ৯ বছরের মতো এলাকার উন্নয়ন হবেনা। আগামী নির্বাচনে ভোট দেওয়ার দায়িত্ব আপনাদের, উন্নয়ন করার দায়িত্ব আমার।

পরে চাপোর পাব্বর্তীপুর স্কুল মাঠে ইউনিয়ন জাতীয় পাটি সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শামসু হাবিব বিদ্যুৎ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা। উপজেলা জাতীয় পাটির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক আবু তাহের, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, যুবসংহতির সম্পাদক কাউন্সিলর ইসাহাক আলী,আ.লীগ নেতা এমএ মমিন, সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, বাচোর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুহুল আমীন,জাপা নেতা শাহা-আলম, আকতারুল ইসলাম ও আ.লীগ নেতা রওশন আলী প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131411 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 06:24:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group