• হোম > খেলা | ফুটবল > মেসির জোড়া গোলে আর্জেন্টিনা জয়

মেসির জোড়া গোলে আর্জেন্টিনা জয়

  • বুধবার, ১৮ অক্টোবর ২০২৩, ১০:১৭
  • ২৩৭১

ছবি : সংগৃহীত।

লিওনেল মেসির কাঁধে চড়ে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জয়ের উদযাপন করেছে আর্জেন্টিনা। সেই মেসি জাদুতেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার ম্যাচে জয়ের দেখা পেল লে আলবিসেলেস্তেরা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আজ নিজেদের চতুর্থ ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসি।

বুধবার (১৮ অক্টোবর) ভোরে পেরুর ঘরের মাঠ এস্তাদিও ন্যাসিওনাল ডি লিমায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে তাদের বলের দখল ছিল ৬৫ শতাংশ, এ থেকেই আর্জেন্টিনার দাপট আন্দাজ করা যায়। অন্যসব ফরোয়ার্ডদের ব্যর্থতার ভিড়ে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করেন ইন্টার মায়ামি তারকা মেসি। এতে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131413 ,   Print Date & Time: Wednesday, 22 October 2025, 10:38:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group