• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > হাকিমপুর প্রেসক্লাবে পুটিমারা ইউপি চেয়ারম্যান আনিছুরের বিরুদ্ধে সংবাদ সন্মেলন

হাকিমপুর প্রেসক্লাবে পুটিমারা ইউপি চেয়ারম্যান আনিছুরের বিরুদ্ধে সংবাদ সন্মেলন

  • বুধবার, ১৮ অক্টোবর ২০২৩, ১৮:৪৩
  • ৪৯৩

---

হিলি প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজলোর ৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছিুর রহমানরে বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মলেন করছেনে ওই ইউনিয়নের ১১ ইউপি সদস্য।

বুধবার দুপুরে হাকিমপুর প্রেসক্লাবে সংবাদ সম্মলেন লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেল চেয়ারম্যান আলম মিয়া। এ সময় পুটিমারা ইউনিয়নের ১১ জন নারী-পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।

লিখিত বক্তবে,প্যানেল চেয়ারম্যান আলম মিয়া জানান,পুটিমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান ৫০ লাখ টাকা আত্মসাত করেছেন। সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন না করে টাকা আত্মসাৎ করে, টিআর,কাবিখা,কাবিটা প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাত করে। ১০% উন্নয়নের টাকা আতœসাত করেছেন।জন্ম নিবন্ধনের সরকারি ফি ছাড়াও নাগরকিদরে কাছ থেকে অতরিক্তি র্অথ আদায় করে তা আত্মসাৎ করছেন। অনলাইনে প্রসুতিদের জন্য ৭০০ থেকে ৮০০ টাকা ফি নিয়েছেন,যা বেআইনী। অনলাইনে বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নামে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত উত্তোলন করে নিজে আত্মসাৎ করেছেন। চেয়ারম্যান তার ব্যক্তগিত দালালরে মাধ্যমে টাকার বিনিময়ে ভিজিডির র্কাড বিতরণ করেন। নন-ওয়েজ প্রকল্পরে সভাপতিকে বাদ দিয়ে চেয়ারম্যান একাই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। প্রধামন্ত্রীর নিজস্ব তহবিলের ভিজিএফ ( প্রতি ব্যক্তি ১০ কেজি করে চাল) আতœসাত করার সময়ের ভিডিও ফুটেজ রয়েছে।

চেয়ারম্যান আনিছুর রহমান এককভাবে পরিষদ পরিচালনা করছেন। পরিষদের গেলে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

তিনি আরও বলেন,আমরা ১১ ইউপি সদস্য এই চেয়ারম্যানের ওপর অনাস্থা এনেছি। যা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকসহ বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে পাঠানো হয়েছে। আমরা এই চেয়ারম্যানের সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে চেয়ারম্যান আনছিুর রহমানরে কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি মোবাইলে কিছু বলতে চাই না।সরাসরি কথা বলবো।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131424 ,   Print Date & Time: Thursday, 4 September 2025, 11:57:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group