• হোম > জীবনযাপন > বুঝেশুনে কথা না বললেই বিপদ সিংহের! আজকের রাশিফল জেনে নিন

বুঝেশুনে কথা না বললেই বিপদ সিংহের! আজকের রাশিফল জেনে নিন

  • বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩, ০৯:১৮
  • ২৬২৩

ছবি : সংগৃহীত।

আজ আপনার মনবল তুঙ্গে থাকবে। স্বাস্থ্য সম্পর্কিত দুশ্চিন্তা দূর হবে। ভালোবাসার মানুষের জন্য বিশেষ কিছু করুন। তবে পারিবারিক বিষয় নিয়ে বিব্রত থাকতে পারেন। সমস্যা সমাধানে নিজেকে বিশেষ ভূমিকা নিতে হবে আপানকে। হঠাত্ করে আপনার পরিকল্পনা পাল্টে যেতে পারে। পরিবারের থেকে দূরে থাকতে হতে পারে। এতে অবশ্য আপনার উপকারই হবে। মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন। আর্থিক দুশ্চিন্তা দূর হবে।

মেষ/ARIES রাশিফল

আজ আপনার মনবল তুঙ্গে থাকবে। স্বাস্থ্য সম্পর্কিত দুশ্চিন্তা দূর হবে। ভালোবাসার মানুষের জন্য বিশেষ কিছু করুন। তবে পারিবারিক বিষয় নিয়ে বিব্রত থাকতে পারেন। সমস্যা সমাধানে নিজেকে বিশেষ ভূমিকা নিতে হবে আপানকে। হঠাত্ করে আপনার পরিকল্পনা পাল্টে যেতে পারে। পরিবারের থেকে দূরে থাকতে হতে পারে। এতে অবশ্য আপনার উপকারই হবে। মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন। আর্থিক দুশ্চিন্তা দূর হবে।

বৃষ / TAURUS রাশিফল

আজ চন্দ্র আপানর পক্ষে। কাজে চাপ নিতে কোনও সমস্যাই হবে না। ফেলে রাখা কাজ করে ফেলুন। সমস্যা নিয়ে অন্যের সঙ্গে কথা বলুন। সমস্যা এড়িয়ে গেলে কি তার সমাধান হবে? ভেবে দেখুন একবার। জীবনে আপনার অনেক কিছুই করার আছে। পরিশ্রম থামাবেন না। অন্যের সমস্যা সমাধানে ফ্যাক্টর হতে পারেন। অতীতে করে রাখা বিনিয়োগের ফল পাবেন। কাজের জায়গায় ভালো কোনও খবর পেতে পারেন। সম্পত্তি কেনার সিদ্ধান্ত নিতে পারেন। মনের জোরে অনেক কিছুই করতে পারেন আজ।

মিথুন GEMINI রাশিফল

সুখ-দুঃখ দুটোই থাকবে। মেনে নেওয়ার চেষ্টা করুন। পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাত হতে পারে। এতে আপনার কেরিয়ারে উন্নতি হবে। লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। আজ আপনার ক্ষমতা দেখিয়ে দেওয়ার দিন। পরিবারের লোকজনের সঙ্গে সমস্যা শেয়ার করুন। আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। কোনও নেগেটিভ জিনিসকে পাত্তা দেবেন না। পুরনো কথা ভুলে যান। কাজের জায়গায় চ্যালেঞ্জ নিয়ে সফল হবেন। নতুন বন্ধু পেতে পারেন। বিবাহিত মানুষদের জন্য কোনও ভালো খবর আসতে পারে। কাছের মানুষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন।

কর্কট CANCER রাশিফল

দিনভর কোনও না কোনও চ্যালেঞ্জ লেগেই থাকবে। ঠান্ডা মাথায় সমাধান করুন। সামনে কোনও কাজের আইডিয়া চলে আসতে পারে। আর্থিক দিকে ভালো খবর পেতে পারেন। যা চাইছেন তা হাতের নাগালেই রয়েছে। শুধু বাড়তি একটু চেষ্টা করুন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে। কেরিয়ারে মনযোগ দিন। প্রেমে বড় কিছু ঘটতে পারে। সবার সঙ্গে যোগাযোগ রেখে চলুন। নিজের কথা অন্যকে খুব ভালোভাবে বুঝিয়ে বলুন। দেখে নিন তারা তা বুঝতে পারছে কিনা। তা না হলে সমস্য়ায় পড়তে পারেন।

সিংহ LEO রাশিফল

বড় কোনও কাজে হাত দেওয়ার পরিকল্পনা থাকলে তা আজ দিতে পাবেন। লড়াই করতে হবে তবে তাতে আপনার মূল্যবান অভিজ্ঞতাও হবে। বুঝেশুনে কথা বলুন। তা না হলে বিপদে পড়তে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। তবে অন্য জায়গায় এমন কোনও পরিস্থিতিতে পড়তে পারেন যা সামাল দিতে হিমশিম খেতে পারেন। কিন্তু আপনি শেষপর্যন্ত সফল হবেন। শান্ত থাকুন। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। আত্মীয় সজনের সঙ্গে ব্যবসায় জড়াবেন না। মানসিক দুর্বলতার কারণে অনেক কিছুই গোলমাল হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকুন। মনে হবে আজ আপনার পড়ে থাকা কাজ করতে পারবেন। পিছিয়ে আসলে ভুল করবেন।

কন্যা VIRGO রাশিফল

ব্যবসায় নতুন সুযোগ খুলে যেতে পারে। জীবনে যা কিছু বদল আসবে তাকে মেনে নিতে চেষ্টা করুন। সামাজিক মর্যাদা বাড়বে। মানুষজন আপনার কথায় প্রভাবিত হতে পারেন। অন্যের মিষ্টি কথায় ভুলবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীর কোনও পরামর্শ নেবেন না। আপনার পাশাপাশি বহু বাধা আজ দূর হয়ে যাবে। কাজের জায়গা, ব্যক্তিগত জীবনে আপনি ভালো করবেন। নিজের শক্তিকে কাজে লাগান। আসেপাশে অনেক কিছুই ঘটবে কিন্তু তার সঙ্গে আপনাকে ব্যালান্স করে চলতে হবে।

তুলা LIBRA রাশিফল

কোনও চমকের জন্য তৈরি থাকুন। আজ কোনও ঘটনা আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। সমস্যায় পড়লে নিজেই ঠান্ডা মাথায় ভাবুন। নিজেই সমাধান করতে পারবেন। পরিবারের লোকজনের পরামর্শে উপকৃত হবেন। আপনার কাজ আজ প্রশংসা পাবে। নিজের উপরে বিশ্বাস রাখুন। প্রেমে বাধা রয়েছে। যাকে পছন্দ করেন তাঁকে আজ তা বলার দিন নয়। কাজের জায়গায় ভালো ফল পেতে পারেন। ব্যবসায় বাধা রয়েছে। অনাদায়ী টাকা ফেরত পেতে পারেন।

বৃশ্চিক SCORPIO রাশিফল

পরিস্থিতির শিকার এই কথাটাই মন থেকে মুছে ফেলে লড়াই করুন। সাফল্য আসবেই। পজিটিভ চিন্তাভাবনা করে সমস্যা সমাধানের চেষ্টা করুন। পরিবারের অশান্তি হতে পারে। ধৈর্যের পরীক্ষা দিন। মানসিক চাপ সামাল দিতে আজ আপনাকে শান্ত থাকতেই হবে। ঝুঁকি নিন, সফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

ধনু SAGITTARIUS রাশিফল

বিনোদন জগতের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজ ভালো দিন। পড়ে থাকা কাজ হয়ে যাবে। চিন্তা করবেন না। বাস্তব পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত নিন। তবে আপনার নেতৃত্বে দেওয়ার ক্ষমতায় প্রভাবিত হবেন অনেকে। এতে আপনার কাজের জায়গায় উন্নতির রাস্তা খুলে যাবে। পরিবারে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

মকর CAPRICORN রাশিফল

একেবারে উল্টো মানসিকতার মানুষকে বেশি পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। জীবনে কি এমন কেউ রয়েছে যাকে আপনি গুরুত্ব দেন না? তাহলে তার কথা ভাবুন। আপনার খারাপ সময়ে উনি আপনার পাশে দাঁড়াবেন। যেসব বন্ধুর সঙ্গে বহুদিন যোগাযোগ নেই তার সঙ্গে কথা বলুন। আপনার চারপাশে লোকজন প্রয়োজন।

কুম্ভ AQUARIUS

পরিবারের মানুষদের সময় দিন। চারপাশের সব বাধার সঙ্গে আজ পাল্লা দিতে পারবেন। বুঝতে পারবেন এই মানসিক জোর বহুদিন আপনার সঙ্গে ছিল না। ফেলে রাখা কাজ করে ফেলুন। আরামের জায়গা থেকে সরে এসে ঝুকি নিন। ফল পাবেন।

মীন PISCES রাশিফল

ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রেম সম্পর্কিত কোনও সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। জীবনকে নতুন করে দেখার চেষ্টা করুন। আপনার অন্তর্মুখী মনোভাব আজ কাজ দেবে। আপনার উর্ধ্বতনরা আপনাকে পদোন্নতি দেওয়ার কথাও ভাবতে পারেন। সুশৃঙ্খল ভাবে কাজ করুন। সঠিক আচরণবিধি অনুসরণ করুন। ফল পাবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131428 ,   Print Date & Time: Tuesday, 27 January 2026, 01:20:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group