• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > চরভদ্রাসনে ইস্পাহানি নিবেদিত আনোয়ারা মান্নান বেগ আন্তজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

চরভদ্রাসনে ইস্পাহানি নিবেদিত আনোয়ারা মান্নান বেগ আন্তজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • শনিবার, ২১ অক্টোবর ২০২৩, ০৯:৩৩
  • ৬৪৩

চরভদ্রাসনে ইস্পাহানি নিবেদিত আনোয়ারা মান্নান বেগ আন্তজেলা ফুটবল ফাইনাল খেলা

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুর জেলা চরভদ্রাসন উপজেলার সুলতানপুর উচ্চ বিদ্যালয়মাঠে ইস্পাহানি নিবেদিত আনোয়ারা -মান্নান বেগআন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ইং গত শুক্রবার ৪টায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

আনোয়ারা -মান্নানবেগ আন্তঃজেলাফুটবল টুর্নামেন্ট ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরে পুলিশ সুপার মো: শাজাহান পিপিএ এ ফাইনাল খেলায়সভাপতিত্ব করেন আনোয়ারা -মান্নানবেগ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার মো: মহাসিন বেগ,বিশেষ অতিথিগনছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাদ আবু মো:ফুয়াদ, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোরশেদ, শামসুল হক বেগ,বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ইস্পাহানি চা লিমিটেড এরডেপুটিজেনারেল ম্যানেজার এইচএমএস ফজলে রাব্বি, ইলিয়াস বেগনান্নু জেলা পরিষদের সদস্য,রেফারি দায়িত্বে ছিলেন সাইফ,ওসহকারী রেফারির ছিলেন,এজাজ,আশরাফুল,হাসি বুল,এ ফাইনাল এখেলা ৮টিদলঅংশনেয়।এরাহলফরিদপুর ফুটবল একাডেমি, ঝিনাইদাহজেলা ফুটবল দল কুষ্টিয়া জেলা ফুটবল দল, নাটোর জেলা ফুটবল দল, মাগুরা জেলা ফুটবল দল, যশোহর এরসামসুল হুদা একাডেমি, বিকেএসপি( ঢাকা) ও রাজবারী জেলা ফুটবল দল।

আজকে ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে রাজবাড়ী জেলা ফুটবল দল বনাম বিকেএসপি (ঢাকা) এ-র মধ্যফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। হাজার হাজার লোক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।এ খেলায় বিকেএসপির সাথে রাজবাড়ী ৩-১ গোলে দারুন নৈপূণ্য পুণ্য খেলাপ্রদর্শন করে রাজবাড়ীফুটবলদল বিজয়ী হয়


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131450 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 05:07:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group