• হোম > বিশেষ নিউজ | রাজনীতি > অসাম্প্রদায়িক চেতনায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- ওবায়দুল কাদের

অসাম্প্রদায়িক চেতনায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- ওবায়দুল কাদের

  • শনিবার, ২১ অক্টোবর ২০২৩, ১০:১৬
  • ৪৯৫

ছবি : সংগৃহীত।
সামনে জাতীয় নির্বাচন। অসাম্প্রদায়িক চেতনায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ চেতনাকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের কাছে শেখ হাসিনার চেয়ে বেশি আপনজন আর কেউ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আমাদের অভিন্ন শত্রু। এদের রুখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। একাত্তরের পরাজিতরা প্রতিশোধ নিতে গোটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে চ্যালেঞ্জ করছে। এদের মোকাবিলা করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, সারাবিশ্বে অস্থিরতা, যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। এ যুদ্ধের শেষ কোথায় আমরা কেউ জানি না। যুদ্ধ ছড়িয়ে পড়ার লক্ষ্মণগুলো ক্রমেই স্পষ্ট হচ্ছে, সমাধান হচ্ছে না। এ অস্থিরতা, অশান্তি থেকে বিশ্ব ও দেশকে রক্ষায় দেবি দুর্গার কাছে বেশি করে প্রার্থনা করতে হবে।

কাদের বলেন, রক্ত দিয়ে স্বাধীন করা দেশকে আমাদের রক্ষা করতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে বাঁচাতে হবে। অসাম্প্রদায়িক, মানবতাবাদী চিন্তা ধারাকে বাঁচিয়ে রাখতে হবে।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131459 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 08:54:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group