• হোম > ঢাকা | বাংলাদেশ > চরভদ্রাসনে অবৈধ কারেন্ট জাল জব্দ ১০হাজার মিটার

চরভদ্রাসনে অবৈধ কারেন্ট জাল জব্দ ১০হাজার মিটার

  • শনিবার, ২১ অক্টোবর ২০২৩, ১০:২৯
  • ৬০৬

---

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ইলিশ রক্ষায় ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর ।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এসব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে মা ইলিশ সংরক্ষণে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

জানা যায়, আজ দুপুর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন পয়েন্টে ইলিশ নিধন কারেন্ট জাল নৌকাতে পাওয়া যায়।

অভিযানের উপস্থিতি টের পেয়ে সকল জেলে জাল ছেড়ে পালিয়ে যান। এসময় পরিত্যক্ত নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও এ অভিযান পরিচালনাকালে ৫২ হাত লম্বা আকৃতির ২টি চায়না দুয়ারী জব্দ করা হয়।

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মা ইলিশ ও দেশি প্রজাতির মাছে অবাধ বিচরণে এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী শামিম আরিফিন এবং পুলিশ ফোর্স।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131461 ,   Print Date & Time: Thursday, 15 January 2026, 05:31:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group