• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > ক্লাসেন-ইয়ানসেন তাণ্ডবে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট স্কোর দক্ষিণ আফ্রিকার

ক্লাসেন-ইয়ানসেন তাণ্ডবে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট স্কোর দক্ষিণ আফ্রিকার

  • শনিবার, ২১ অক্টোবর ২০২৩, ১৮:৪৯
  • ৪০৬

ছবি : সংগৃহীত।
ইনিংসের দ্বিতীয় বলেই কুইন্টন ডি কককে হারিয়ে ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। তবে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

রিজা হেনড্রিকস ও রাসি ফন ডার ডুসেনের ফিফটির পর তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নেন হাইনরিখ ক্লাসেন।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩৯৯ রানের পাহাড় দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জিততে হলে তাই ইংল্যান্ডকে রেকর্ডই গড়তে হবে। এবারের আসরেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রান তাড়া করে জেতে পাকিস্তান। বিশ্বকাপ ইতিহাসে যা সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।

চলতি বছর দুর্দান্ত ফর্মে আছেন ক্লাসেন। ওয়ানডে ক্যারিয়ারে চার সেঞ্চুরির মধ্যে তিনটিই করেছেন এই বছর। আজ সেঞ্চুরি তুলে নেন ৬১ বলে। শেষ পর্যন্ত ৬৭ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৯ রানের ইনিংস খেলে থামেন ডানহাতি এই ব্যাটার। তার আগে ষষ্ঠ উইকেটে মার্কো ইয়ানসেনকে সঙ্গে নিয়ে গড়েন ১৫১ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার হয়ে যা সর্বোচ্চ।

ক্লাসেনের মতোই সমান তালে ব্যাট করেন ইয়ানসেনও। ৩৫ বলে প্রথম ফিফটি তুলে নেন এই অলরাউন্ডার। অপরাজিত ৭৫ রানের বিস্ফোরক ইনিংসে ৪২ বল খেলে তিনটি চার ও ছয়টি ছক্কা মারেন তিনি।

এর আগের অবশ্য প্রোটিয়াদের ইনিংস মেরামতের কাজটি করেন ডুসেন ও হেনড্রিকস। অসুস্থতার কারণে আজ খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে জায়গা পেয়ে সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন হেনড্রিকস। ৭৫ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮৫ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে তার সঙ্গে ১২১ রানের জুটি গড়েন ডুসেন। তার ব্যাট থেকে আসে ৬১ বলে ৬০ রান। চারে নেমে অধিনায়ক এইডেন মারক্রামও খেলেন ৪২ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিস টপলি। দুটি করে শিকার আদিল রশিদ ও গাস অ্যাটকিনসনের।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131488 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 06:46:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group