• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি, স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি, স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

  • রবিবার, ২২ অক্টোবর ২০২৩, ১০:৪৫
  • ৪৪৩

---
পাবনা প্রতিনিধি :
পূর্ব বিরোধের জেরে পাবনা শহরে মোস্তাফিজুর রহমান সিয়াম (১৮) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) রাত দশটার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে আর এম একাডেমী স্কুল ও কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সাথে তার বন্ধু সৈকত, আরিফ সহ আরো কয়েকজনের পূর্ববিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রাতে শান্তিনগর এলাকায় সিয়ামকে একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে নিহতের স্বজনদের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে। সেইসাথে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। রোববার নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে।’

নিহত সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, ‘একজন ফোন করে জানালো আমার ছেলেকে নাকি চাকু মারছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। গিয়ে দেখি ছেলেটা মারা গেছে। কারা কি কারণে ছেলেটাকে মারলো কিছুই বুঝতে পারছি না। যারাই এ হত্যার সাথে জড়িত তাদের দ্রত গ্রেপ্তার ও বিচার চাই।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131499 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 12:10:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group