• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

  • রবিবার, ২২ অক্টোবর ২০২৩, ১০:৫২
  • ১৬৭১

ছবি : সংগৃহীত।

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপালের রাজধানী কাঠমান্ডু।

স্থানীয় সময় রোববার (২২ অক্টোবর) সকাল ৭টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল দেশটির ধাদিং জেলায়। কাঠমান্ডু ছাড়াও বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি।

এর আগে, ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ। তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে সারা বছরই ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131501 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 10:23:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group