• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > দুর্গোৎসব উপলক্ষে হিলি সীমান্তের শুন্য রেখায় বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

দুর্গোৎসব উপলক্ষে হিলি সীমান্তের শুন্য রেখায় বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

  • রবিবার, ২২ অক্টোবর ২০২৩, ১৪:২৫
  • ৪৯৬

---

হিলি প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

আজ রবিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় হিলি চেকপোস্ট গেটের শূন্য রেখায় ভারতের ১৫১-বিএসএফের ক্যাম্প কমান্ডার এসআই লাবমিতের হাতে ৪ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম।

এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম জানান,সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে নিজ নিজ অবস্থানে থেকে দুই বাহিনী যেন সুষ্ঠুভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে, এ জন্য দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিনগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে বিজিবি-বিএসএফ। দীর্ঘদিন ধরে হিলি সীমান্তে এ রেওয়াজ চলে আসছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131519 ,   Print Date & Time: Tuesday, 27 January 2026, 11:34:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group