• হোম > বিনোদন | বিশেষ নিউজ > কীবোর্ড দিয়ে শরীর ঢাকলেন উরফি ! ‘পিকে’র বোন বলে কটাক্ষ নেটিজেনদের

কীবোর্ড দিয়ে শরীর ঢাকলেন উরফি ! ‘পিকে’র বোন বলে কটাক্ষ নেটিজেনদের

  • শনিবার, ২৮ অক্টোবর ২০২৩, ১৩:০৮
  • ২২৪৬

ছবি : সংগৃহীত।
টিভি অভিনেত্রী উরফি জাভেদ-এর ড্রেসিং সেন্সের কোনও জবাব নেই। উরফি জাভেদ কখন কী দিয়ে তার পোশাক প্রস্তুত করবেন তা কেউ কল্পনাও করতে পারে না। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় উরফি জাভেদ। সম্প্রতি তার পোস্ট করা একটি ভিডিওতে উরফি জাভেদকে আবারও নতুন ধরণের পোশাকে দেখা গেল। যা দেখে অবাক নেটিজেনরা।আসলে এবার কীবোর্ড ব্যবহার করে নিজের শরীর ঢেকে রেখেছেন উরফি জাভেদ।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন উরফি জাভেদ। এই ভিডিওতে দেখা যাচ্ছে, টপলেস হয়ে কীবোর্ড দিয়ে শরীর ঢেকে রেখেছেন উরফি জাভেদ। এর পাশাপাশি কীবোর্ডের সাহায্যে প্যান্ট তৈরি করেছেন উরফি জাভেদ। উরফি জাভেদ এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, কম্পিউটার। প্যান্টগুলি কীবোর্ডের কী থেকে তৈরি।

সোশ্যাল মিডিয়ায় ইউজাররা উরফি জাভেদ-এর নতুন ভিডিও নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। একজন লিখেছেন, ‘পিকে’র বোন। একজন লিখেছেন, ‘আর কিছুই অবশিষ্ট ছিল না। আর এক ইউজার লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে বোকা নারী। একজন লিখেছেন, ‘পরের বার মাউস দিয়ে পোশাক বানাও। এভাবেই তুমুল ট্রোলের শিকার হয়েছেন উরফি জাভেদ। তবে বরাবরের মতোই তার সৃজনশীলতার প্রশংসা করেছেন উর্ফি জাভেদ ভক্তরা। উল্লেখ্য, উরফি জাভেদ এই প্রথম পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেননি, তিনি প্রায়ই এভাবে তার পোশাক দিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131584 ,   Print Date & Time: Monday, 26 January 2026, 11:42:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group