• হোম > বিএনপি | বিশেষ নিউজ | রাজনীতি > রোববার সারাদেশে হরতালের ডাক দিলো বিএনপি

রোববার সারাদেশে হরতালের ডাক দিলো বিএনপি

  • শনিবার, ২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৯
  • ৬৪৭

ছবি : সংগৃহীত।

আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর এমন ঘোষণা এলো।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ঘোষণা দেন।

এর আগে রাজধানীর পল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় দলটির মহাসমাবেশ বন্ধ হয়ে যায়। এর জেরে ওই এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নেতাকর্মীরা নয়াপল্টন ছেড়ে আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

জানা গেছে, দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশের দুদিকে অবস্থান নেয় পুলিশ। পাশাপাশি কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এর ফলে স্টেজ থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল থেকে বেরিয়ে যায়।

পরে সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। বিজয়নগর থেকে ধাওয়া দিচ্ছে বিএনপি, জবাবে পল্টন মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ধাওয়া দেয়।

এর আগে সরকারের পদত্যাগের দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টা থেকে শুরু হয় বিএনপির সমাবেশ। কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

তার আগে বেলা ১১টা থেকে নেতাকর্মীদের উজ্জীবিত করতে মহাসমাবেশ মঞ্চে চলে গান-বাজনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131596 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 12:02:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group