• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল-সমাবেশ

  • শনিবার, ২৮ অক্টোবর ২০২৩, ১৫:৪৭
  • ৪২৯

---

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলা সম্মিলিত ওলামা পরিষদের আয়োজনে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলিম, নারী পুরুষ ও শিশুদের উপর নৃশংস ও বর্বরোচিত হত্যা এবং অমানবিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে পৌরশহরের শিবদিঘী মডেল মসজিদ থেকে প্রায় দুই তিন হাহার মুসল্লীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এসে শেষ হয়। ওই মাঠে সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি মাও. আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মাও. শামসুদ্দীন আহম্মেদ ,পীরগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা.নুরুজাম্মন, বালিয়াডাঙ্গী জমেরিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা শরিফুল ইসলাম, রাণীশংকৈল আল আমানা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুদ উল আলম প্রমুখ।

সমাবেশে বক্তরা ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরায়লি বর্বরোচিত হামলা ও নারকীয় হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়লি হামলা বন্ধেরও আহ্বান ও ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি, ইসরায়েলের তৈরী পন্য বর্জসহ ৭ দফা দাবি জানান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131598 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 07:02:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group