• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > রাজারবাগ পুলিশ হাসপাতালে বিএনপির আগুন

রাজারবাগ পুলিশ হাসপাতালে বিএনপির আগুন

  • শনিবার, ২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪৬
  • ৪৩৩

বিএনপির দেয়া আগুনে পুড়ছে পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্স। ছবি: ভিডিও থেকে নেয়া
রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) পুলিশের ওপর চড়াও হয়ে হাসপাতালে আগুন ধরিয়ে দেন তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেল থেকে হাসপাতালে আগুন ধরিয়ে দেয়ার বিষয়টি জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, বিএনপির হামলায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন।

এর আগে, রাজধানীর বিজয়নগরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পুলিশের ওপর নতুন করে চড়াও হন নেতাকর্মীরা। কালভার্ট মোড়, পুরানা পল্টন ও সেগুন বাগিচা—এই তিন দিক থেকে ঘেরাও করে পুলিশকে আক্রমণ করেছেন বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতাকর্মীরা।

কালভার্ট রোডে বিএনপি নেতাকর্মীদের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম সামাদ। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগুন দেয়া পুলিশ বক্সে চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির ক্যাপ পড়ে থাকতে দেখা গেছে।

বিএনপির ভাঙচুর করা পুলিশ বক্সের কাছে চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির ক্যাপ। ছবি: সময় সংবাদ

এর আগে দৈনিক ইত্তেফাক, কালবেলা, ঢাকা টাইমসের সাংবাদিকদের ওপর হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির হামলায় ঢাকা টাইমসের এক সাংবাদিকের পা ভেঙে যায় এবং কালবেলার সাংবাদিক রাফসান জানি গুরুতর আহত হন। হামলা চালিয়ে সময় টিভির গাড়িও ভাঙচুর করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131603 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 08:19:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group