• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > গাইবান্ধায় বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৫

গাইবান্ধায় বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৫

  • রবিবার, ২৯ অক্টোবর ২০২৩, ১৫:৪৯
  • ৪৬০

---
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
সারাদেশের ন্যায় সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে গাইবান্ধায় বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন-নবী টিটুলসহ ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৯ অক্টোবর রবিবার সকাল ১১টার দিকে শহরের ডিবি রোডে পাবলিক লাইব্রেরি এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন বিএনপির গাইবান্ধা জেলা শাখার সাধারণ স¤পাদক মাহামুদুন-নবী টিটুল, যুবদলের গাইবান্ধা জেলা শাখার সভাপতি রাগীব হাসান চৌধুরী, পৌর বিএনপির ১নং ওয়ার্ড সদস্য সচিব শফিকুর রহমান খোকা, ২নং ওয়ার্ড সদস্য সচিব হিল্লোল ও ৬নং ওয়ার্ডের যুগ্ম-আহবায়ক আব্দুর সাত্তার।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, রবিবার হরতাল চলাকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করার সময় বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করা হয়। স্বাভাবিক চলাফেরা করা জনগণের মৌলিক অধিকার। জনগণের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131628 ,   Print Date & Time: Wednesday, 3 September 2025, 05:13:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group