• হোম > জাতীয় | বিশেষ নিউজ > নাইকো মামলায় সাক্ষ্য দিতে অস্থায়ী আদালতে কানাডিয়ান দুই পুলিশ

নাইকো মামলায় সাক্ষ্য দিতে অস্থায়ী আদালতে কানাডিয়ান দুই পুলিশ

  • সোমবার, ৩০ অক্টোবর ২০২৩, ১১:৩৫
  • ৪৯৬

ছবি : সংগৃহীত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষী দিতে কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে পৌঁছেছেন কানাডিয়ান রয়েল পুলিশের দুই সদস্য। সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে যান তারা।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) রাতে আলোচিত এ মামলায় সাক্ষ্য দিতে ঢাকায় আসেন তারা। রোববার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও দুদকের প্রধান আইনজীবী খুরশীদ আলম খানের সঙ্গে বৈঠক করেন কানাডিয়ান রয়েল পুলিশের ওই দুই সদস্য। এর আগে গত ১৯ অক্টোবর তাদের সাক্ষ্য দিতে সমন জারি করেন ঢাকার বিশেষ আদালত।

কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে করা চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতি সৃষ্টি এবং দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদক খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। এরপর ২০১৮ সালের মে মাসে খালেদা জিয়াসহ আরও ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৯ মার্চ এ মামলায় খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। এরপর সাক্ষ্য গ্রহণ শুরু হয়


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131654 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 08:15:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group