• হোম > বিজ্ঞান ও প্রযুক্তি | বিশেষ নিউজ > ৩১ অক্টোবর ও ২ নভেম্বর বিঘ্নিত হবে ইন্টারনেট সেবা

৩১ অক্টোবর ও ২ নভেম্বর বিঘ্নিত হবে ইন্টারনেট সেবা

  • সোমবার, ৩০ অক্টোবর ২০২৩, ১৬:৫০
  • ২৬৫৬

ছবি : সংগৃহীত।

দেশের প্রথম সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশন কাজের জন্য আগামী ৩১ অক্টোবর ও ২ নভেম্বর প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা আংশিক বিচ্ছিন্ন থাকবে।

রোববার (২৯ অক্টোবর) জারি করা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারে স্থাপিত সার্কিটগুলোতে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩১ অক্টোবর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ২ নভেম্বরও একই সময়ে ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপগ্রেডেশন সম্পন্ন হওয়ার পর প্রথম সাবমেরিন ক্যাবলের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি কাজ চালিয়ে যাবে।

বর্তমানে সমুদ্রের তলদেশের এই ক্যাবলের মাধ্যমে প্রায় ৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয়, যা ২০০৬ সালে বাংলাদেশে সংযুক্ত হয়েছিল। এর ধারণ ক্ষমতা ৮৫০ জিবিপিএস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131676 ,   Print Date & Time: Wednesday, 2 July 2025, 02:16:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group